স্বর্ণ আমদানি সুযোগ দেয়ার পরও বৈধ পথে আমদানি খুব একটা বাড়েনি বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম। এনবিআর চেয়ারম্যান বলেন, চোরাচালান কমানো যায়নি এখনও। এটি নিয়ন্ত্রণ করা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে, ইএফডি লটারি অনুষ্ঠানে এনবিআর চেয়াম্যান বলেন, শুধু রাজস্ব ফাঁকি দেয়ার জন্য নয়, লেনদেনের মাধ্যম হিসেবেও এখন স্বর্ণ ব্যবহার হয়। স্বর্ণ আমদানি সহজ করার জন্য বাজেটে উদ্যোগ থাকবে বলেও জানান তিনি।
এনবিআর চেয়ারম্যান আরও জানান, জানান, ভ্যাট যন্ত্র ইএফডি নিয়েও আছে অসন্তোষ। ভ্যাটের মূল্য অন্তর্ভুক্ত করে পণ্যের দাম নির্ধারণ করতে হবে। পৃথকভাবে ভ্যাট আদায়ের কথা বলা হলে গ্রাহক নিরুৎসাহিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা অভিযোগ করেন, অনেক সরকারি চাকরিজীবী, এমনকি কাস্টমস কর্মকর্তারাও ভ্যাট দিতে চান না।
/এডব্লিউ
Leave a reply