টিকা গ্রহণ বাধ্যতামূলক করে অস্ট্রিয়ায় আইন

|

ছবি: প্রতীকী।

ইউরোপিয়ান দেশ অস্ট্রিয়ায় টিকা নেওয়ার বাধ্যতামূলক আইন কার্যকর হয়েছে। আজ থেকই কার্যকর হবে এই আইন। ১৮ বছরের বেশি বয়সীরা টিকা না নিলে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। ইউরোপিয়ান কোনো দেশে যা নজিরবিহীন পদক্ষেপ।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, গত ২০ জানুয়ারি অস্ট্রিয়ার পার্লামেন্টে এই প্রস্তাব পাশ হয়। পরে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান দার বেলেনের স্বাক্ষরের মধ্য দিয়ে এটি আইনে পরিণত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, অস্ট্রিয়ায় টিকা না নিলে কেউ রেস্টুরেন্ট, স্টেডিয়াম ও সাংস্কৃতিক ভেন্যুসমূহে যেতে পারছে না। নতুন আইনের কারণে তাদেরকে জরিমানাও গুণতে হবে। জরিমানার পরিমাণ ৬৯০ থেকে ৪ হাজার ১০০ ডলার পর্যন্ত হতে পারে। তবে শর্ত হলো দু’সপ্তাহের মধ্যে টিকা নিলে তাদের আর জরিমানা দেওয়া লাগবে না।

এরইমধ্যে এই আইনের বিরুদ্ধে অস্ট্রিয়ার হাজার হাজার মানুষ বিক্ষোভ শুরু করে দিয়েছে। এই আইনকে কঠোর বলে দাবি করছে তারা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply