আগামী নির্বাচনে তিনশ আসনেই প্রার্থী দিতে চায় জাতীয় পার্টি: চুন্নু

|

আগামী নির্বাচনে তিনশ আসনেই প্রার্থী দিতে চায় জাতীয় পার্টি। এ লক্ষ্যে দল গোছানোর কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ডিবেট ফর ডেমোক্রেসির নির্বাচন ব্যবস্থার গ্রহণযোগ্যতা নিয়ে আয়োজন করা বিতর্ক প্রতিযোগিতায় তিনি একথা জানান। অন্য বক্তারাও সুস্থ রাজনৈতিক সংস্কৃতি তৈরির ওপর জোর দেন।

নির্বাচন কমিশন আইন নিয়ে ছায়া সংসদ বিতর্ক আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, জাতীয় পার্টির চোখ এখন সামনের নির্বাচনে। লক্ষ্য তিনশ আসনেই প্রার্থী দেয়া।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সাধারণ মানুষ একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। এর জন্য প্রয়োজন রাজনৈতিক মতৈক্য। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে ৪ দফা সুপারিশ করে ডিবেট ফর ডেমোক্রেসি।

বিতর্কে সরকারি দল ইউনিভার্সিটি অব সাউথ এশিয়াকে হারিয়ে বিজয়ী হয় বিরোধী দল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

/এডিব্লউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply