চট্টগ্রাম মহানগরীতে প্রথমবারের মতো বসছে ফায়ার হাইড্রেন্ট

|

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীতে প্রথমবারের মতো বসছে ফায়ার হাইড্রেন্ট। জাইকা এবং বিশ্বব্যাংকের অর্থায়নে বন্দরনগরীর ৩৭টি ওয়ার্ডের ১৭৩ পয়েন্টে চলছে স্থাপনা কার্যক্রম। শেষ হবে ২০২৩ সালে। আগুন লাগলে দ্রুত পানি মিলবে এসব হাইড্রেন্ট থেকে, এতে জানমালের ক্ষয়ক্ষতি কমবে বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় শহরে অগ্নি দুর্ঘটনা রোধে এ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে অনেক আগেই। এমনকি পাশের দেশ ভারতের কলকাতাকেও এর আওতায় আনা হয় সেই ইংরেজ আমলেই। কিছুটা দেরিতে হলেও চট্টগ্রাম মহানগরীর ১৭৩টি পয়েন্টে বসানো হচ্ছে এই ফায়ার হাইড্রেন্ট।

১৪৪টি হাইড্রেন্টের অর্থায়ন করছে জাইকা, ২৯টির করছে বিশ্বব্যাংক। প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম ওয়াসা। এরই মধ্যে ২৯ টি পয়েন্টে হাইড্রেন্ট বসানোর কাজ শেষ।

দীর্ঘদিন পর হলেও ফায়ার হাইড্রেন্ট বসানোর এমন উদ্যোগে খুশি চট্টগ্রাম মহানগরীর বাসিন্দারা। এগুলো সচল থাকলে এবং সঠিক ব্যবহার হলে অগ্নিকাণ্ডে জানমালের ক্ষয়ক্ষতি কমবে বলে আশা তাদের।

ওয়াসা বসিয়ে দিলেও, এসব হাইড্রেন্ট রক্ষনাবেক্ষণের দায়িত্ব ফায়ার সার্ভিসের। আগুন নেভাতে প্রয়োজনীয় পানি সরবরাহে এসব হাইড্রেন্ট কাজে লাগবে বলছে সংস্থাটি।

চট্টগ্রাম মহানগরীর ৪১ ওয়ার্ডের মধ্যে জনসংখ্যা এবং আয়তন বিবেচনায় ৩৭টি ওয়ার্ডে বসানো হচ্ছে এসব ফায়ার হাইড্রেন্ট। ২০২৩ সালের জানুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply