শপথ নিয়ে ইউনিয়ন পরিষদে বসেছেন এক মাস। এরইমধ্যে নিজ কর্মকাণ্ডে প্রশংসা কুড়িয়েছেন ঝিনাইদহে দেশের তৃতীয় লিঙ্গের প্রথম চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু। আজীবন মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় তার। ভোগান্তি ছাড়াই সেবা মেলায় খুশি ইউনিয়নবাসীও।
অভিযোগ শুনছেন, শাসন করছেন দিচ্ছেন পরামর্শও। বিনিময়ে পাচ্ছেন ভালবাসা। নজরুল ইসলাম ঋতু। দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান। দায়িত্ব সামলাচ্ছেন ঝিনাইদহের কালিগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নের। নবনির্বাচিত এই জনপ্রতিনিধির কাছে প্রতিদিনই নানা সমস্যা নিয়ে হাজির মানুষ। সাধ্যমতো দিচ্ছেন সেবা-পরামর্শ।
ইউনিয়নবাসী বলছেন, ভোটের আগে যে কথা দিয়েছিলেন, তা ভুলে যাননি নজরুল ইসলাম ঋতু। যখন সমস্যা, তখনই দিচ্ছেন সমাধান। একজন সত্যিকারের জনপ্রতিনিধি হিসেবে থাকছেন পাশে।
চেয়ারম্যানের কর্মকাণ্ডে খুশি ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টরাও। বয়স্কভাতা-বিধবাভাতার কার্ড বিতরণসহ দাফতরিক কার্যক্রম চলছে বিধি মেনে।
উল্লেখ্য, তৃতীয় ধাপের নির্বাচনে নৌকার প্রার্থীকে দ্বিগুণ ভোটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। আজীবন জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় তার।
/এনএএস
Leave a reply