ক্রিপ্টোকারেন্সি চুরির অর্থে পরমাণু কর্মসূচি চালায় উত্তর কোরিয়া: জাতিসংঘ

|

ছবি: সংগৃহীত।

এক বছরের বেশি সময় ধরে ক্রিপ্টোকারেন্সি চুরির অর্থ পরমাণু কর্মসূচিতে ব্যয় করেছে উত্তর কোরিয়া। জাতিসংঘের একাধিক সংস্থার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। খবর বিবিসির।

উত্তর কোরিয়া বিষয়ক নিষেধাজ্ঞা কমিটির কাছে জমা দেয়া বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সাল থেকে ২১ সালের মাঝামাঝি প্রায় ৫০ মিলিয়ন ডলার চুরি করে পিইয়ংইয়ং। ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন প্ল্যাটফর্মে সাইবার হামলা চালিয়ে এই অর্থ চুরি করা হয়। যুক্তরাষ্ট্র ছাড়াও এশিয়া এবং ইউরোপের একাধিক দেশ থেকে এই অর্থ চুরি করা হয় বলেও জানানো হয়েছে।

জাতিসংঘের এই প্রতিবেদনে গত মাসে প্রকাশিক নিরাপত্তা বিষয়ক সংস্থা চেইন্যালাইসিস এর একটি রিপোর্টকে উল্লেখ করা হয়েছে। রিপোর্টটিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সাইবার হামলায় গত বছর ৪০০ মিলিয়ন ডলার মূল্যের ডিজিটাল সম্পদ হাতিয়ে নিয়েছে। আর এসব অর্থই ব্যবহৃত হচ্ছে দেশটির পারমাণবিক কার্যক্রম পরিচালনা করার জন্য।

প্রতিবেদনে আরও জানানো হয়, এখনও পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গবেষণা এবং এর উন্নয়ন চালু রেখেছে উত্তর কোরিয়া। সরঞ্জাম, প্রযুক্তি ও জ্ঞানদক্ষতা অর্জন এবং অন্যান্য দেশের সাথে যৌথ গবেষণা জারি রাখতে চুরির এই অর্থ ব্যবহৃত হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply