ইভ্যালির শেয়ার সিইও রাসেলের পরিবারকে হস্তান্তরের নির্দেশ

|

ছবি: সংগৃহীত।

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রীর শেয়ারের কিছু অংশ তার ভাই-বোন, শ্বশুর-শাশুড়ি, শ্যালককে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে হাইকোর্টের বিচারপতি খোরশেদ আলমের একক বেঞ্চ এ আদেশ দেন। ইভ্যালির এমডি রাসেল যেহেতু কারাগারে বন্দি। সেহেতু জেলগেটে বসেই শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন তিনি। রাসেলের ভাই-বোন, শ্যালক, শ্বশুর-শাশুড়ি আদালতের কাছে আর্জি জানান, তারা ইভ্যালির পুনর্গঠন এবং ইভ্যালি পরিচালনার এবং সমস্যা সমাধানের কাজে অংশগ্রহণ করতে চান। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

আরও পড়ুন: গালির ভাষা দেখে অসুস্থ ইভ্যালির এমডি মিলন, ছাড়তে চান পদ

উল্লেখ্য, প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে ই-ভ্যালির নাম দেশজুড়ে আলোচিত-সমালোচিত। প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ইতোমধ্যে ই-ভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। গত বছরের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তারা কারাগারে আছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply