বিমানবন্দর সড়কের যান চলাচল স্বাভাবিক

|

তীব্র যানজটের পর বিমানবন্দর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে

রাজধানীর বিমানবন্দর সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া এগারোটার দিকে বিমানবন্দর সড়কের কাওলা এলাকায় উলটে যাওয়া ময়লাবাহী লরিটি সরানোর পর যানচলাচল শুরু হয় আবার।

এর আগে বুধবার সকাল সকাল সাড়ে ৭টার দিকে ময়লাবাহী লরি উলটে তীব্র যানজট তৈরি হয়েছিল বিমানবন্দর সড়কে। এই ঘটনায় বিজয় সরণী মোড় থেকে বিমানবন্দর পর্যন্ত যান চলাচল স্থবির হয়ে গিয়েছিল। এছাড়াও এই যানজটের ফলে কুর্মিটোলা ফ্লাইওভার থেকে কালশী মোড় ও কুড়িল বিশ্বরোড থেকে নতুন বাজার সড়কের যানচলাচলও স্থবির হয়ে গিয়েছিল।

যানজটের কারণে ভোগান্তিতে পড়েন অফিসগামী ও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ। যাত্রীদের অনেকে দীর্ঘ সময় আটকে থাকার পর পায়ে হেটে গন্তব্যে উদ্দেশে রওনা হন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply