নিউইয়র্কে সাদা লেজের বুনো হরিণের দেহে শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এ নিয়ে উদ্বিগ্ন দেশটির গবেষকরা। তাদের আশঙ্কা, হরিণের দেহ থেকে ভাইরাসটির নতুন ভ্যরিয়েন্ট তৈরি হতে পারে। খবর রয়টার্সের।
বুধবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীদের শঙ্কার কথা জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের স্টেটেন আইল্যান্ড থেকে ধরে আনা ১৩০ টি হরিণের রক্ত ও নাক থেকে নেয়া নমুনা পরীক্ষা করে ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং তাদের শরীরে অ্যান্টিবডি রয়েছে মাত্র ১৫ শতাংশ।
পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষক দলের প্রধান ও ভেটেরিনারি মাইক্রোবায়োলজিস্ট ড. সুরেশ কুচ্চিপুড়ি এ তথ্য নিশ্চিত করে বলেন, পরীক্ষার পর আমরা জেনেছি যে যেসব হরিণ আগেও করোনায় সংক্রমিত হয়েছিল, তাদেরই সংক্রমিত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। ভাইরাসটি হরিণ থেকে মানবদেহেও ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে হরিণের দেহ থেকে নতুন কোনো ভ্যারিয়েন্ট সৃষ্টি হতে পারে যাতে প্রচলিত টিকা কার্যকর না হবার সম্ভাবনাও রয়েছে। প্রয়োজনে নতুন টিকা আবিস্কার করতে হতে পারে।
উল্লেখ্য, ২০২১ সালে ওহাইওতে বন্য হরিণের দেহে প্রথমবারের মতো করোনা ভাইরাসের উপস্থিতি পান বিজ্ঞানীরা। তবে, হরিণ থেকে মানবদেহে ভাইরাসটি সংক্রমণ হয়েছে কিনা তার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাননি তারা।
/এসএইচ
Leave a reply