নারীর প্রতি সহিংসতা বিরোধী আইন ফিরিয়ে আনার দাবি অ্যাঞ্জেলিনা জোলির

|

ছবি: সংগৃহীত

নারীর প্রতি সহিংসতা বিরোধী আইন ফিরিয়ে আনার দাবিতে আওয়াজ তুলেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। রিপাবলিকান সিনেটরদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে যোগ দিয়ে আইনটির পক্ষে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি।

আইন পুনরায় কার্যকরে বিলম্ব নিয়ে সমালোচনা করেন জাতিসংঘের এই বিশেষ দূত। যুক্তরাষ্ট্রে ডোমেস্টিক ভায়োলেন্স থেকে নারীর সুরক্ষায় ১৯৯৪ সালে তৎকালীন সিনেটর জো বাইডেনের উদ্যোগে কার্যকর হয়েছিল আইনটি। পরবর্তীতে তিন দফায় এটি অনুমোদিত হয় মার্কিন কংগ্রেসে। তবে ২০১৯ সালে মেয়াদোত্তীর্ণ হওয়ার পর আর অনুমোদন দেয়নি তৎকালীন ট্রাম্প প্রশাসন।

আইনে ব্যক্তিগত অস্ত্র সংক্রান্ত একটি ধারা নিয়ে আপত্তি জানায় রিপাবলিকানরা। তখন থেকেই আইনটি ফিরিয়ে আনতে প্রচারণা শুরু করেন জো বাইডেন। বছরখানেক আগে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে ২৪৪-১৭২ ভোটে পাস হয় এটি। সিনেটে উত্থাপন ও পুনরায় পাসের দাবিতে প্রচারণায় যোগ দিয়েছে রিপাবলিকান সিনেটরদের একটি পক্ষও।

অ্যাঞ্জেলিনা জোলি বলেন, জনগণের ক্ষমতার কেন্দ্রস্থলে দাঁড়িয়ে কেবল নিপীড়িতদের কথাই মনে পড়ছে। যারা আইনি সুরক্ষার অভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের নিপীড়নের শিকার হয়েছে দিনের পর দিন, যাদের জীবন ট্রমার মধ্যে কেটেছে। কংগ্রেসের ব্যস্ততায় ফিরিয়ে আনা হয়নি নারীর প্রতি সহিংসতা বিরোধী আইন। কংগ্রেসের এই নীরবতা, নিপীড়কদেরই সমর্থন দিয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply