গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে ছোট ভাই সাগর সরকার শাওনকে দা দিয়ে কুপিয়ে হত্যার দায়ে বড় ভাই তানজির আহম্মেদকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই রায় দেন। আদালতের কাঠগড়ায় আসামি তানজির আহম্মেদের উপস্থিততে এই রায় ঘোষণা হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত তানজির আহম্মেদ (২৮) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কানিপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, ভাইকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামি তানজির আহম্মেদ। পরে দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক তানজির আহম্মেদকে ফাঁসির আদেশ দেন। আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
মামলা সূত্রে জানা যায়, তানজির আহম্মেদের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে ছোট ভাই সাগর সরকার শাওন (২৬)। এই ঘটনা বুঝতে পেরে ২০২০ সালের ৬ জানুয়ারি রাতে সাগর সরকারকে পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার একটি নির্জন স্থানে ডেকে নিয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করে তানজির আহম্মেদ। পরে মরদেহ একটি বায়োগ্যাস প্লান্টের ভিতরে ফেলে রাখা হয়। পরদিন স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রক্তাক্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় অপর বড় ভাই বেনজীর আহম্মেদ বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামি করা হয় তানজির আহম্মেদকে। পরে পুলিশ তদন্ত শেষে তানজির আহম্মেদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
এদিকে, রায়ের সময় আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি তানজির আহম্মেদের পক্ষে কোনো আইনজীবীকে দেখা যায়নি। তবে রায় ঘোষণার পর আদালত চত্বরে তানজির আহম্মেদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
Leave a reply