এইচএসসির রেজাল্ট রোববার

|

ফাইল ছবি।

আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি)। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানিয়েছেন, ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী রোববার।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, আজকের মধ্যেই এইচএসসি ও সমমানের ফলাফল প্রস্তুত করার কথা রয়েছে। ওমিক্রন সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এবারও এইচএসসির ফল প্রকাশ করা হবে অনলাইনে।

প্রসঙ্গত, ২০২১ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষাবোর্ড এবং মাদরাসা ও কারিগরি মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ। গত ৩০ ডিসেম্বর শেষ হয় এইচএসসির লিখিত পরীক্ষা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply