ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির ‘রেড কোরাল কুকরি’ সাপ উদ্ধার

|

ঠাকুরগাঁওয়ে রেড কোরাল কুকরি সাপ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে ‘রেড কোরাল কুকরি’ নামের বিরল প্রজাতির একটি সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী বড় বালিয়া থেকে সাপটি জীবিত উদ্ধার করেন জয়নাল নামে স্থানীয় এক ব্যক্তি।

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা বন্যপ্রাণী সংরক্ষক সহিদুল ইসলাম বলেন, স্থানীয়রা সাপটি ধরে খবর দেয়। পরবর্তীতে আমরা স্থানীয়দের কাছ থেকে সাপটিকে উদ্ধার করি।

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান জানান, বিরল প্রজাতির সাপটি সংরক্ষণে বন্য ও প্রাণী অধিদফতরকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

জানা যায়, পুরো পৃথিবীতে ২০-২২ বার এ সাপের দেখা মিলেছে। গত ১২ মাসে দেশে ৫ বার দেখে মিলেছে এ সাপের।

উল্লেখ্য, রেড কোরাল কুকরি বিরল প্রজাতির একটি সাপ। উজ্জ্বল কমলা ও প্রবাল লাল বর্ণের এ প্রজাতিটির বৈজ্ঞানিক নাম ওলিগোডন খেরেনসিস (Oligodon Kheriensis)। সাপটি মৃদু বিষধারী। এ সাপটি পৃথিবীর দুর্লভ সাপগুলোর একটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply