বেঙ্গালুরুতে চলছে আইপিএলের নিলাম। দুইদিনের এই নিলামের প্রথম দিন আজ। এবার আট দল থেকে বেড়ে দশ দলে বেড়েছে টুর্নামেন্টের পরিধি। নিলামে ১৫ দেশের ৬০০ জনের জায়গা হয়েছে।
নানা ঘটনায় আলোচনায় এসেছে প্রথম দিনের নিলাম অনুষ্ঠান। অবিক্রিত রয়ে গেছেন বিপিএলে দারুণ ফর্মে থাকা সাকিব আল হাসান। অবিক্রিতদের তালিকাতে রয়েছেন আরও অনেকেই। বর্তমানে টি-টোয়েন্টির নাম্বার ওয়ান অল রাউন্ডার মোহাম্মদ নবিকেও প্রথম দিনের নিলামে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল। অবিক্রিতদের তালিকায় আরও আছেন দক্ষিণ আফ্রিকান ডেভিড মিলার, অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ, ভারতের অভিজ্ঞ ক্রিকেটার সুরেশ রায়না, অস্ট্রেলিয়ার ম্যাথিউ ওয়েড।
আরও পড়ুন: আইপিএলের নিলামে কেউ কিনলো না সাকিবকে
আবার এদিন নিলাম অনুষ্ঠানে হঠাৎই অজ্ঞান হয়ে যান সঞ্চালক হিউ এডমিডস। এতে সাময়িকভাবে বন্ধ করা হয় নিলাম। লঙ্কান লেগস্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে চলছিল নিলাম। এই অলরাউন্ডারকে দলে ভেড়ানোর লড়াইয়ে ছিল পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর মধ্যেই অপ্রত্যাশিতভাবে থেমে যায় নিলামের সব কার্যক্রম। নিলাম সঞ্চালনা করার সময় অজ্ঞান হয়ে যান ব্রিটিশ সঞ্চালক হিউ এডমিডস।
এর আগে, আজ (১২ ফেব্রুয়ারি) শুরু হওয়া নিলামে এখন পর্যন্ত সব থেকে বেশি দামে বিক্রি হয়েছেন ভারতের ইশান কিষান। মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে নিয়েছে ১৫.৭৫ কোটি রুপিতে।
এছাড়াও কাগিসো রাবাদাকে কিংস ইলেভেন পাঞ্জাব কিনেছে ৯ কোটি ২৫ লাখ রুপিতে। এছাড়াও বিক্রি হয়েছেন শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, প্যাট কামিন্স, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ শামি ও ফাফ ডু প্লেসি।
আরও পড়ুন: আইপিএলের নিলামে অজ্ঞান হয়ে গেলেন সঞ্চালক!
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক জেসন হোল্ডারকে ৮ কোটি ৭৫ লাখে কিনেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। এছাড়া নিতিশ রানাকে ৮ কোটি রুপিতে আবারও কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া ৪ কোটি ৪০ লাখ রুপিতে ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে আবারও কিনেছে চেন্নাই সুপার কিংস।
/এনএএস
Leave a reply