প্যারিসে করোনা বিরোধী আন্দোলন রুখে দিলো নিরাপত্তা বাহিনী

|

ছবি: সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে করোনা বিধিমালা বিরোধী আন্দোলন রুখে দিলো নিরাপত্তা বাহিনী।

শনিবার (১২ ফেব্রুয়ারি) ‘ফ্রিডম কনভয়’ শ্লোগানে গাড়িবহর নিয়ে ফরাসি সরকারি ভবনগুলো ঘেরাওয়ের পরিকল্পনা ছিল বিক্ষোভকারীদের। শহরের মূল চত্বরে তাদের ছত্রভঙ্গে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। আটক হন অর্ধ-শতাধিক। তল্লাশিতে সাতজনের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। আইন অমান্য করার অভিযোগে তিন শতাধিক মানুষকে করা হয়েছে জরিমানা।

গেলো তিনদিন, বিক্ষোভ মোকাবেলায় ফরাসি রাজধানীতে সতর্ক অবস্থানে ৭ হাজারের বেশি নিরাপত্তা সদস্য। দেশটিতে ‘কোভিড ভ্যাকসিন পাস’ বহন বাধ্যতামূলক করায়; ছড়িয়ে পড়ে অসন্তোষ। একই রকম বিক্ষোভ চলছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড-নেদারল্যান্ডসেও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply