জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে যুক্তরাজ্যের রাস্তায় হাজারও মানুষ

|

যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। বিক্ষোভ ছড়িয়েছে লন্ডন, ম্যানচেস্টার, এডিনবার্গসহ কমপক্ষে ২৫টি শহরে। গার্ডিয়ানের খবর অনুসারে, মূলত জ্বালানির দাম বৃদ্ধির জেরেই শুরু এ আন্দোলন।

গত ডিসেম্বরে ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ ৫ দশমিক ৪ শতাংশ মূল্যস্ফীতি দেখে যুক্তরাজ্য। এখন আরেক দফা বাড়ানো হচ্ছে জ্বালানির দাম। প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে ব্রিটেন জুড়ে।

লন্ডনসহ ছোটবড় ২৫টি শহরে ছড়িয়েছে আন্দোলনের উত্তাপ। বিক্ষোভকারীরা বলছেন, শুধু জ্বালানিই নয়, বাড়িভাড়াসহ বেড়েছে জীবনযাত্রার সব ধরনের ব্যয়। বিক্ষোভকারীরা বলছেন, যেভাবে দাম বাড়ানো হচ্ছে বেতন সেভাবে বাড়ছে না। সামর্থ্য না থাকায় বাসা ছেড়ে দিয়ে ছোট বাসাও নিয়েছেন অনেকে। বলছেন, রাস্তায় তো কান্না করতে পারি না। তাই বিক্ষোভে নেমেছি।

বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছে বিরোধী দলের নেতা এবং ব্যবসায়ী বিভিন্ন সংগঠন। তারা বলছেন, সরকারের ভুল পদক্ষেপের খেসারত দিতে হচ্ছে জনগণকে। চাপিয়ে দেয়া হচ্ছে অতিরিক্ত করের বোঝা। ম্যানচেস্টারে বিক্ষোভকারী দলের প্রধান ক্রিস নেভিলি বলছেন, গেলো বছর একবার দাম বৃদ্ধি করা হয়েছে। কয়েক মাস না যেতেই জ্বালানির দাম ফের ৫০ শতাংশ বাড়ানো হচ্ছে। এভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে। জীবন বাঁচাতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা, বললেন তিনি।

যদিও বছরের শুরুতেই এক বিবৃতিতে ব্যাংক অব ইংল্যান্ড জানায়, চলতি বসন্তেই মূল্যস্ফীতি ৬ শতাংশে গিয়ে ঠেকবে। তাই জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে বলে শঙ্কা সবার।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply