পাকিস্তানের পাঞ্জাবে কোরআন শরিফ পোড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করলো, ক্ষুব্ধ জনতা। রোববার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত এ ঘটনায় ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
এনিয়ে পুলিশ জানায়, মর্মান্তিক ঘটনাটি হয় খানেওয়াল এলাকায়। ঘটনাস্থলে, গাছে ঝোলানো অবস্থায় পাওয়া যায় ৪০ বছরের ঐ ব্যক্তিকে। দড়ি দিয়ে বেঁধে লাঠি-রড-ধারালো অস্ত্র দিয়ে তাকে পেটানো হয়েছিল। পুলিশ মরদেহ উদ্ধারের পর হস্তান্তর করে পরিবারকে।
রোববার কঠোর নিরাপত্তায় হয় ঐ ব্যক্তির জানাজা ও দাফনকার্য সম্পন্ন কর হয়। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১৫ বছর যাবৎ তিনি মানসিক বিকারগ্রস্ত। আদৌ কোরআন শরিফ পোড়ানো হয়েছিল কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে পাঞ্জাব পুলিশ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে নেয়া হবে আইনানুগ ব্যবস্থা।
এসজেড/
Leave a reply