বসন্তে এলাকাবাসীর জন্য অভিনব উপহার নিয়ে হাজির জনপ্রতিনিধি

|

পহেলা ফাল্গুনে এলাকাবাসীকে একসাথে দুটি উপহার দিলেন কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। জনগণকে লাল গোলাপের সাথে জন্মনিবন্ধন উপহার দিয়েছেন তিনি। ব্যাতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন ইমরুল কায়েস চৌধুরী। সোনার হরিণ হয়ে ওঠা জন্মনিবন্ধন নিজ হাতে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন চেয়ারম্যান, এটিকে জনপ্রতিনিধিদের জবাবদিহিতার বাস্তবায়ন বলে মনে করছেন সুশীল সমাজও।

হঠাৎ এলাকায় ফুল আর জন্মনিবন্ধন হাতে চেয়ারম্যানকে পেয়ে বিস্মিত সাধারণ মানুষ। ফাল্গুনের প্রথম দিনে টকটকে লাল গোলাপ আর জন্মনিবন্ধন নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন তিনি।

হলদিয়াপালংয়ের বাসিন্দা কফিল উদ্দিন সিকদার জানিয়েছেন, পহেলা ফাল্গুনে চেয়ারম্যান নিজে ফুল আর জন্মনিবন্ধন নিয়ে আমার কাছে আসবে কখনও কল্পনাই করিনি। জনগণের জন্য চেয়ারম্যানের এই ভালোবাসার দেশের অন্যান্য জনপ্রতিনিধিদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মনে করেন তিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সরোয়ার কামাল বাদশা বলেন, ১৪ ফেব্রুয়ারি সকালে চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী একহাতে গোলাপ আরেক হাতে ৩শ জন্মনিবন্ধন নিয়ে এলাকায় আসেন। তিনিও একে দেখছেন একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবেই।

চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী জানান, জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো জনগণকে ভালোবাসা, জনগণের সেবা করা। বসন্ত ও ভালোবাসা দিবসটি ইউনিয়নের জনগণের সাথে পালন করতে পেরে আনন্দিত চেয়ারম্যান নিজেও।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply