ব্রাহ্মণবাড়িয়ায় চা পানের সাথে মিলছে বই পড়ার সুযোগ (ভিডিও)

|

ব্রাক্ষণবাড়িয়ার চা কুঞ্জে একই সাথে মিলছে চা পান ও বই পড়ার সুযোগ

তরুণ-তরুণীদের বইমুখী করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্সপড়ুয়া কয়েকজন শিক্ষার্থী। ১০ টাকা দামের এক কাপ চা পান করলেই ফ্রিতে বই পড়তে পারবেন যেকোনো চা কিংবা বইপ্রেমী। শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এই ‘চা কুঞ্জ’ এরই মধ্যে সাড়া ফেলেছে বেশ। উদ্যোক্তারা জানিয়েছেন, ব্যবসার প্রসার নয় নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই এ উদ্যোগ।

ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে চা কুঞ্জের পথ চলা মাত্র কয়েকদিনের। তবে এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে কয়েকজন তরুণের ব্যতিক্রমী এ উদ্যোগ। চা কুঞ্জে মাত্র ১০ টাকায় এক কাপ চায়ের সাথে মিলছে ফ্রিতে বই পড়ার এ সুবর্ণ সুযোগ। এক হাতে গরম ধোঁয়া ওঠা চায়ের কাপ; আরেক হাতে বই। খোলামেলা পরিবেশে অবসরটুকু কাটানোর দারুণ এ সুযোগ নিতে চা কুঞ্জে উপস্থিত হচ্ছেন বই ও চা প্রেমীরা।

প্রতিদিন বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত চালু থাকে চায়ের এই দোকানটি। স্কুল-কলেজের পাঠ্য বইয়ের পাশাপাশি আছে গল্প, কবিতা, উপন্যাস, ইসলামের ইতিহাসসহ বিভিন্ন ধরনের বই। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়ারাই বিকেলের দিকে ভিড় জমায় চা কুঞ্জে।

উদ্যোক্তারা বলছেন ব্যবসার প্রসার নয়, নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই নেয়া হয়েছে এমন উদ্যোগ। চা কুঞ্জের উদ্যোক্তা ফরহাদ হোসেন বলেন, যারা এমনিতেই বসে সময় নষ্ট করেন, সিগারেট খান বা আড্ডা দেন বা মোবাইল চাপেন শুধু শুধু, তাদেরকে বইমুখী করার জন্যই উদ্যোগটি নেয়া।

ব্যতিক্রমী এই উদ্যোগে সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তারা। ব্রাহ্মণবাড়িয়া জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, আপনি যদি এমনিতেই কাউকে বই পড়তে বলেন, তাহলে কিন্তু সে পড়বে না। বই পড়ার জন্য ভাল বই থাকার পাশাপাশি একটা নান্দনিক-আকর্ষণীয় পরিবেশ প্রয়োজন হয়, তাহলেই পাঠকরা বই পড়তে আগ্রহী হবেন।

ভিডিওটি দেখতে ক্লিক করুন, তরুণ-তরুণীদের বইমুখী করতে ব্যতিক্রমী এক উদ্যোগ ‘চা কুঞ্জ’

অল্প সময়ের মধ্যেই বেশ সাড়া ফেলেছে এ ব্যতিক্রমী উদ্যোগ। বই পড়া আর চা পানের পাশাপাশি দোকানটি একনজর দেখতেও ভিড় জমাচ্ছেন অনেকেই।




/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply