এবার পণ্যের হোম ডেলিভারি সেবা শুরু করবে ভারতীয় রেল

|

ছবি: সংগৃহীত।

ই-কমার্স সংস্থাগুলোর সাথে পাল্লা দিয়ে এবার পণ্যের হোম ডেলিভারি সেবা চালু করতে যাচ্ছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুন-জুলাই মাসে দিল্লি থেকে গুজরাটের সানন্দ পর্যন্ত শুরু হবে এই সেবা। এনিয়ে ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশনের সঙ্গেও আলোচনা করেছে দেশটির রেল যোগাযোগ কর্তৃপক্ষ। খবর জি নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পরিবহনের আরও সুবিধার জন্য নতুন করে এই সেবা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পণ্য মানুষের ঘরে পৌঁছে দেয়ার জন্য স্থানীয় পোস্ট অফিসগুলোর নেটওয়ার্ক ব্যবহার করা হতে পারে জানা গেছে। একই সাথে এর জন্য বাজারে আনা হতে পারে নতুন অ্যাপ। এর মাধ্যমে জানা যাবে কোনো স্থানে পণ্য পাঠাতে কত খরচ হবে এবং পণ্যটি কোথায় পাওয়া যাবে।

এরই মধ্যে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়ে গেছে। পরিবহন নেটওয়ার্ক তৈরির জন্য রেলের প্রত্যেকটি জোনকে নির্দেশ দেওয়া হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply