জার্মানি থেকে চাদর কেনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ বাহিনীর জন্য জার্মানি হতে ১ লক্ষ চাদর কেনার জন্য আইজিপি দেশটিতে সফর করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এমন একটি অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হয়েছে। সঙ্গত কারণে আইজিপির চাদর ও বালিশের কাভার কেনার জন্য জার্মানি যাওয়ার কোনো অবকাশ নেই। তাছাড়া, গণক্রয় আইন অনুযায়ী কোনো কর্মকর্তা ব্যক্তিগত সামগ্রীর মতো কোনো মার্কেট বা দেশ সফরে গিয়ে কোনো প্রকার সরকারি পণ্য ক্রয় কিংবা সংগ্রহ করতে পারেন না। এক্ষেত্রে নির্ধারিত সরকারি ক্রয় প্রক্রিয়া রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিটিতে আরও জানানো হয়, পুলিশ সব সময়ই স্থানীয় দরপত্রের মাধ্যমে স্থানীয় প্রস্তুতকারীদের তৈরি বিছানা চাদর, বালিশের কাভার ক্রয় করে থাকে। চলতি বৎসরেও একইভাবে পুলিশ স্থানীয়ভাবে দরপত্রের মাধ্যমে বাংলাদেশে তৈরি বিছানা চাদর, বালিশের কাভার সংগ্রহের ব্যবস্থা নিয়েছে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি মো. কামরুজ্জামান আইজিপিসহ তিন কর্মকর্তার জার্মানি যাওয়ার বিষয়ে ব্যাখ্যা দেন। তিনি বলেছিলেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদসহ তিন কর্মকর্তার জার্মানি যাওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত আদেশে (জিও) অসাবধানতাবশত ভুল হয়েছে।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার স্বাক্ষরিত আদেশে বলা হয়, এক লাখ বিছানার চাদর ও বালিশের কভারের (ডাবল) শিপমেন্টের জন্য (জাহাজীকরণ) ‘ফ্যাক্টরি অ্যাকসেপটেন্স টেস্টে’ অংশ নিতে আইজিপি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. ফিরোজ উদ্দীন খলিফা ও পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম ২৮ ফেব্রুয়ারির মধ্যে সুবিধাজনক সময়ে নয়দিনের সফরে জার্মানি যাবেন।
Leave a reply