প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। ক্যারিবীয়দের দেয়া ১৫৮ রানের টার্গেটে নেমে ৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত।
ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্র্যান্ডন কিংকে প্যাভিলিয়নের পথ দেখান ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় উইকেটে কাইল মায়ার্স ও নিকোলাস পুরানের ৪৭ রানের জুটি সামাল দেয় প্রাথমিক ধাক্কা। দলের পক্ষে পুরান খেলেন সর্বোচ্চ ৬১ রানের ইনিংস। মাঝের ওভারগুলোতে রোস্টন চেজ ও রভম্যান পাওয়েলকে ফিরিয়ে দেন অভিষিক্ত লেগস্পিনার রবি বিষ্ণয়। ৪ ওভার বোলিং করে তিনি ১৭ রানে তুলে নেন গুরুত্বপূর্ণ ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিষান। ১৯ বলে ৩টি ছয় ও ৪টি চারের সাহায্যে রোহিত খেলেন ৪০ রানের এক বিধ্বংসী ইনিংস। পরে সূর্যকুমার যাদব ও ভেঙ্কটেশ আইয়ারের ঝড়ো ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। উইন্ডিজের হয়ে রোস্টন চেজ নেন ২ উইকেট। ম্যাচ সেরা হয়েছেন অভিষিক্ত স্পিনার রবি বিষ্ণয়।
আরও পড়ুন: ফিরমিনো-সালাহর গোলে ইন্টার মিলানকে হারালো লিভারপুল
Leave a reply