কোয়ারেনটাইন ১০ দিন করার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

|

ছবি: সংগৃহীত

উপসর্গহীন করোনা রোগীদের ক্ষেত্রে কোয়ারেনটাইনের সময় ১৪ থেকে ১০ দিনে নামানোর প্রস্তাব দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে মৃত্যুর তুলনায় সংক্রমণ শনাক্তের হার কমে আসায় ডব্লিউএইচও উদ্বিগ্ন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান জানান, সম্প্রতি করোনা সংক্রমণ শনাক্তের হার কমছে। কিন্তু করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগবে- এই পরিসংখ্যান কি সত্যি? সম্ভাব্য ব্যাখ্যা হলো- কয়েক সপ্তাহ আগে আক্রান্ত রোগীরা বর্তমানে মৃত্যুবরণ করছেন। নতুবা, কমেছে নমুনা পরীক্ষার প্রবণতা।

তিনি বলেন, আরও কয়েক মাস নতুন ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্ক থাকা উচিৎ। তবে উপসর্গহীন রোগীদের ক্ষেত্রে কোয়ারেনটাইনের সময় ১৪ থেকে ১০ দিন করা যেতে পারে। কারণ- কর্মক্ষেত্রগুলোয় দক্ষ কর্মীর অভাব দেখা দিচ্ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply