ক্রীড়াঙ্গনে হিজাবের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ফ্রান্স

|

ছবি: সংগৃহীত।

হিজাব পরা নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে ফ্রান্সে। ক্রীড়াঙ্গনে হিজাব পরা নিষিদ্ধ করতে এবার বিল উত্থাপন করা হবে দেশটির পার্লামেন্টে। ক্রীড়াঙ্গনকে গণতন্ত্রীকরণের লক্ষ্যেই এ বিল উত্থাপন করা হচ্ছে বলে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে। খবর রয়টার্সের।

এরই মধ্যে নিম্নকক্ষে উত্থাপিত বিলের একটি ধারাতে বলা হয়েছে, ক্রীড়া প্রতিযোগিতায় ধর্মকে চিহ্নিত করে এমন কোনো কিছু পরিধান করা যাবে না। তবে এর বিরোধিতা করেছে ক্ষমতাসীন ম্যাকরন সরকার।

গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত খসড়া বিল পাস হওয়ার কথা ছিল। তবে সিনেট এতে অস্বীকৃতি জানায় সেদিন। জাতীয় পরিষদে চূড়ান্ত ভোটের মধ্য দিয়ে নির্ধারিত হবে এই বিলের ভবিষৎ।

হিজাব নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলছে ইউরোপের সবচেয়ে বড় মুসলিম মাইনোরিটির দেশটিতে। এর আগে ১৮ বছরের কম বয়সী নারীদের প্রকাশ্যে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ফ্রান্স সরকার।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply