৩০ জন নারী ট্রেন চালক নিয়োগের বিজ্ঞপ্তিতে ২৮ হাজার অবেদন জমা পড়েছে সৌদি আরবে। চালক নিয়োগের এ বিজ্ঞাপন দেয় স্পেনভিত্তিক একটি রেল কোম্পানি রেনফে। উত্তীর্ণ প্রার্থীরা এক বছরব্যাপী প্রশিক্ষণের পর চালক হিসেবে ট্রেন পরিচালনা করবেন মক্কা ও মদিনা রুটে। খবর বিবিসির।
রক্ষণশীল দেশটিতে এবারই প্রথমবারের মতো নারী ট্রেন চালক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হলো। এ ঘটনা দেশটিতে নারীদের জন্য কর্মক্ষেত্রে আরও সুযোগ বাড়ানোর প্রতি ইঙ্গিত দেয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কয়েকবছর আগেও দেশটিতে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার ছিল সারা বিশ্বে সবচেয়ে কম। সম্প্রতি কয়েক বছর ধরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বেশ কিছু উদ্যোগে কর্মক্ষেত্রে বাড়তে শুরু করেছে নারীদের অংশগ্রহণ। ৫ বছরে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার দ্বিগুণ হয়েছে।
গত বছরের প্রথমার্ধে পুরুষের তুলনায় বেশি সংখ্যক নারী প্রবেশ করেছে কর্মক্ষেত্রে। তবে সৌদি আরবের রক্ষণশীল সমাজে এখনও বিয়ে, বিশেষ কিছু স্বাস্থ্যসেবা পাওয়া কিংবা বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাগুলোতে প্রয়োজন হয় পুরুষ অভিভাবকের অনুমতি।
এসজেড/
Leave a reply