আবারও বাকশাল কায়েমের চেষ্টা করছে সরকার: ফখরুল

|

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

আবারও বাকশাল কায়েমের চেষ্টা করছে সরকার। আর প্রতিনিয়ত যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, একটি স্বাধীন দেশ এভাবে চলতে পারে না। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় বিএনপি মহাসচিব আরও বলেছেন, সার্চ কমিটির নামে সরকার জনগণের সাথে প্রহসন করছে।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে বিএনপি। এতে যোগ দিয়ে দলের মহাসচিব আশা করেন, এমন অনুষ্ঠান নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতা আকড়ে ধরে রাখতে আওয়ামী লীগ গণতন্ত্রের লেবাসে বাকশাল প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সার্চ কমিটির নামে জনগণের সাথে প্রতারণা করছে তারা। বিএনপিকে মুক্তিযোদ্ধাদের দল দাবি করে ফখরুল বলেন, সরকার উন্নয়নের কথা বলছে, কিন্তু গত ১ বছরে অর্থনৈতিক উন্নয়নের সূচকে বাংলাদেশের অবস্থান নিম্নমুখী। মৌলিক অধিকার ও ন্যূনতম সুযোগসুবিধা পাচ্ছে না জনগণ।

রচনা প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে ৭৯ জন ও জাতীয় পর্যায়ে ১৭ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply