এবার ইসরায়েলের আকাশসীমায় ড্রোন ওড়ানোর দাবি করলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। প্রায় ৪০ মিনিট ধরে ইসরায়েলি আকাশসীমায় ছিল ড্রোনটি। ইসরায়েল কর্তৃপক্ষ ভূপাতিত করার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।
সংগঠনটির বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে পাঠানো হয়েছে ‘হাসান’ নামক ড্রোন। দেশটির উত্তরাঞ্চলীয় আকাশসীমায় ছোড়া হয় এটি। যা ৭০ কিলোমিটার এলাকাজুড়ে প্রদক্ষিণ করে।
শত্রুপক্ষের সামরিক সক্ষমতা পরিদর্শনে এ অভিযান বলে জানিয়েছে গোষ্ঠীটি। ইহুদি সেনারা ড্রোনটি ভূপাতিত করার চেষ্টা করলেও নিরাপদে লেবাননে ফিরে এসেছে ‘হাসান’, এমন দাবি হিজবুল্লাহর।
গত সপ্তাহেই সংগঠনটির প্রধান হাসান নাসারাল্লাহ জানান, নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ও মিসাইল তৈরি করছে হিজবুল্লাহ।
/এডব্লিউ
Leave a reply