মালির সীমান্তে ৮ সেনার প্রাণহানি, নিহত ৫৭ চরমপন্থী

|

মালির সীমান্তবর্তী এলাকায় বিদ্রোহীদের সাথে তুমুল সংঘাতে প্রাণ হারিয়েছেন ৮ সেনা সদস্য। অভিযানে নিহত হয়েছে কমপক্ষে ৫৭ চরমপন্থী।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) আলজাজিরাকে এসব তথ্য নিশ্চিত করেছে পূর্ব আফ্রিকান দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়, আরশাম অঞ্চলে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। সেটি বুরকিনা ফাসো এবং নাইজারের লাগোয়া সীমান্তবর্তী এলাকা। দুই পক্ষের তুমুল সংঘাতে আহত হন আরও ১৪ সেনা এখনও নিখোঁজ চারজন। কেউ হামলার দায় স্বীকার না করলেও আল-কায়েদা বা আইএসের দিকে অভিযোগের তীর সেনাবাহিনীর।

গত সপ্তাহেও আইএসের হামলায় অঞ্চলটিতে প্রাণ হারান কমপক্ষে ৪০ বেসামরিক নাগরিক। মালিতে অভিযান শেষ করতে যাচ্ছে ফ্রান্স ও মিত্র দেশগুলো। এমন ঘোষণার পরই বেড়েছে সহিংসতা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply