লেখক ও নিসর্গবিদ দ্বিজেন শর্মা মারা গেছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটা ৫০ মিনিটে মারা যান তিনি।
নিউমোনিয়ায় আক্রান্ত হলে দ্বিজেন শর্মাকে ১৮ অগাস্ট বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে স্কয়ার হাসপাতালে নেয়া হয় তাঁকে। ‘নিসর্গসখা’, ‘প্রকৃতিপুত্র’ নামে খ্যাত দ্বিজেন শর্মা ১৯২৯ সালের ২৯ মে মৌলভীবাজারের বড়লেখা থানার শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা একাডেমি, একুশে পদকসহ বিভিন্ন জাতীয় সম্মাননায় ভূষিত হয়েছেন দ্বিজেন শর্মা। তিনি রাজধানীর অসংখ্য জায়গায় গাছ লাগিয়েছেন নিজ হাতে। তৈরি করেছেন উদ্যান ও বাগান। তার লেখা বইগুলো হচ্ছে- ‘ফুলগুলি যেন কথা’, ‘গাছের কথা ফুলের কথা’, ‘এমি নামের দুরন্ত মেয়েটি’, ‘নিসর্গ নির্মাণ ও নান্দনিক ভাবনা’ ইত্যাদি।
Leave a reply