রাশিয়ার ওপর একগুচ্ছ নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব

|

ছবি: সংগৃহীত

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর একগুচ্ছ নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। প্রতিবেশী রাষ্ট্রের দুটি অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়ে সেনা মোতায়েনের পরই এলো এসব ঘোষণা। খবর আলজাজিরার।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, রুশ আগ্রাসন চালানোর এ কৌশল খুবই ন্যাক্কারজনক। আন্তর্জাতিক বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। রাশিয়াকে মোক্ষম জবাব দিতেই প্রথম কিস্তির নিষেধাজ্ঞা আরোপ করা হলো। সার্বভৌম ঋণ এবং ব্যাংকসহ দুটি আর্থিক প্রতিষ্ঠানের ওপর দেয়া হয়েছে নিষেধাজ্ঞা।
হুঁশিয়ার করেন, রাশিয়া আগ্রাসী আচরণ বন্ধ না করলে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

যুক্তরাষ্ট্রের পরই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় শক্তিশালী অর্থনীতির দেশগুলোর জোট- জি সেভেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও শিগগিরই কঠোর পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছে। মঙ্গলবারই রাশিয়ার সাথে বহুল আলোচিত গ্যাস পাইপলাইন প্রকল্প ‘নর্ড স্ট্রিম টু’ স্থগিতের ঘোষণা দিয়েছে জার্মানি।

জো বাইডেন বলেন, ইউক্রেন ভূখণ্ডে স্বাধীন রাষ্ট্র ঘোষণার মাধ্যমে নিন্দনীয় পদক্ষেপ নিয়েছে রাশিয়া। যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তাই রাশিয়ার সার্বভৌম ঋণের ওপর পড়লো নিষেধাজ্ঞার খড়গ। এর ফলে পশ্চিমা দেশগুলো থেকে কোনো অর্থ-সহায়তা পাবে না পুতিন সরকার। তাছাড়া সামরিক ব্যাংকসহ দুটি আর্থিক প্রতিষ্ঠানের ওপরও কার্যকর হবে এ নিষেধাজ্ঞা।
আরও পড়ুন: ‘ইউক্রেনে সরকারের পতন ঘটানোই মূল লক্ষ্য রাশিয়ার’
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply