ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এ দাবি করে জানায়, ইউক্রেনের বেশ কয়েকটি বিমানঘাঁটির অবকাঠামো ধ্বংস করে দেয়া হয়েছে। সেই সাথে, ধ্বংস করা হয়েছে কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। খবর এনডিটিভির।

ইউক্রেনের বর্ডার গার্ড সার্ভিস জানিয়েছে, সামরিক অভিযান শুরুর ব্যাপারে প্রেসিডেন্ট পুতিনের ঘোষণার পরই বৃহস্পতিবার রুশ স্থল বাহিনী ট্যাংক এবং ভারি সামরিক সরঞ্জামসহ ইউক্রেনের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি অংশে প্রবেশ করে। সংস্থাটি জানিয়েছে, ক্রাইমিয়ান সীমান্তে ইউক্রেন বর্ডার গার্ড সার্ভিসের এক সদস্য মৃত্যুবরণ করেছে। ইউক্রেনে রুশ হামলায় সামরিক সদস্যের এটিই প্রথম মৃত্যু বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

এনডিটিভির সংবাদে আরও বলা হয়, ৫টি রুশ যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার দাবি জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এ ছাড়া, রাশিয়ার ২টি ট্যাংক ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া।

আরও পড়ুন: ইউক্রেনে অস্ত্রের দোকানের সামনে ক্রেতার লম্বা লাইন

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply