অনলাইনে জলমহাল ইজারার আবেদনের সুযোগ চালু করেছে ভূমি মন্ত্রণালয়

|

অনিয়ম দূর করাসহ গ্রাহকের সময় সাশ্রয় করতে অনলাইনে জলমহাল ইজারার আবেদন করার সুযোগ চালু করেছে ভূমি মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় সাইফুজ্জামান চৌধুরী বলেন, যে কোনো স্থান থেকে যে কেউ অনলাইনে জলমহাল ইজারার জন্য আবেদন করতে পারবেন। একইসাথে ভূমি সংশ্লিষ্ট সকলের অভিজ্ঞতা সংরক্ষণের জন্য ডিজিটাল আর্কাইভ চালু করা হয়। এছাড়া বার্তা নামে একটি অ্যাপ চালু করা হয়। ভূমি অফিসের আন্তঃযোগাযোগের জন্য এ অ্যাপটি তৈরি করা হয়েছে। অ্যাপটি দিয়ে তাৎক্ষণিক ভয়েস টেক্সট আদান প্রদান করা যাবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply