টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

|

ফাইল ছবি

৩ ম্যাচ ওয়ানডে সিরিজের ১ম ম্যাচে অবিশ্বাস্য জয়ের পর আজ সিরিজের ২য় ম্যাচে আবারও আফগানদের মুখোমুখি হবে টাইগাররা। ইতোমধ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি তামিম ইকবাল।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচটি শুরু হবে । সিরিজের ২য় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চান টাইগারদের কোচ রাসেল ডমিঙ্গো। কারণ, এই সিরিজ জিতলেই ইংল্যান্ডকে টপকে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার হাতছানি বাংলাদেশের সামনে। ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ১৩ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৯০, আর শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫।

১ম ম্যাচে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতার পরও ২য় ম্যাচে বাংলাদেশ স্কোয়াডে কোনো পরিবর্তন আসছে না বলে জানা গেছে।

অপরদিকে, আক্রমণাত্মক বোলিংয়ের সুবাদে ১ম ম্যাচে বেশ শক্তপোক্তভাবে টাইগারদের চেপে ধরার পরও কাঙ্ক্ষিত ফল পায়নি আফগানরা। তাই ২য় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশ্বাস আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদির। জানা গেছে, অপরিবর্তিত স্কোয়াড নিয়েই ২য় ম্যাচে নামতে যাচ্ছে আফগানরা।

২য় ম্যাচে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন না আসলেও ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আফগানিস্তান। একাদশ থেকে বাদ পড়েছেন ইবরাহিম জাদরান, গুলবাদিন নাইব ও ইয়ামিন আহমাদজাই। সুযোগ পেয়েছেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ মালিক ও আজমতউল্লাহ ওমরজাই।

একনজরে দুই দলের একাদশ

বাংলাদেশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, ফরিদ আহমেদ মালিক, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি।

/এসএইচ






সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply