আখাউড়া প্রতিনিধি:
ত্রিপুরার স্বরাষ্ট্রমন্ত্রী রাম প্রসাদ পাল বলেছেন, আমাদের সরকার মাদক পাচার কড়া হাতে দমন করছে। মাদক বন্ধে আমাদেরও সমস্যা হচ্ছে। জনগণের সহযোগিতা পেলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব। তবে মন্ত্রী বলেন, কোন প্রকার মাদকদ্রব্য ত্রিপুরা হয়ে বাংলাদেশে আর যেন না আসে সেই নিয়ে ত্রিপুরার সরকারও কাজ করছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন মন্ত্রী রাম প্রসাদ পাল। মন্ত্রী রাজশাহী সিটি করপোরেশনের উদ্যেগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বাংলাদেশ-ভারত মৈত্রী ৫০ বছর পূর্তিতে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ এর আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে সস্ত্রীক ৪ দিনের সফরে বাংলাদেশে আসেন।
বাংলাদেশে পাচারের উদ্দেশে ত্রিপুরার সীমান্ত ঘেঁষে মাদক চাষ হচ্ছে কি না? সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এগুলো পুরোপুরি বন্ধ। তবে যারা এগুলো করছে তারা লুকিয়ে অল্প অল্প করেছে। কিছু কিছু জায়গায় এর চাষ হচ্ছে এমন তথ্য আমাদের কাছে আছে। এ নিয়ে ত্রিপুরার সরকার কাজ করছে।
আখাউড়া ইমিগ্রেশন ভবন ও কসবা রেলস্টেশন ভবন নির্মাণে বিএসএফের বাধার কারণে বন্ধ রয়েছে সেই বিষয়ে মন্ত্রী বলেন, আমি বিষয়টি শুনেছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পরে মন্ত্রী সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে আখাউড়া ত্যাগ করেন। এসময় আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ এবং আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ মন্ত্রীকে অভ্যর্থনা জানান।
/এসএইচ
Leave a reply