বশেমুরবিপ্রবির শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের মশাল মিছিল

|

ছবি: সংগৃহীত।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণ ও আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এই মশাল মিছিল করে।

মশাল মিছিলে সংগঠনটির ঢাবি শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

আরও পড়ুন: বশেমুরবিপ্রবি ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ ঘটনার প্রতিবাদে মশাল মিছিল

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের নেতারা বলেন, আমরা এই সরকারের কাছে আমাদের ওপর হামলার আর কোনো বিচার চাই না। নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে, সেই অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের মাধ্যমেই হামলার জবাব দেয়া হবে বলে জানান সমাবেশকারীরা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply