খুলনার পাইকারি কাঁচাবাজারে ভয়াবহ আগুন, ৪ কোটি টাকার ক্ষতি

|

রূপসা কাঁচাবাজারে হওয়া অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪০ টি দোকান পুড়ে গেছে

খুলনা প্রতিনিধি:

খুলনার পূর্ব রূপসায় মাছ, সবজি ও ফলের সর্ববৃহৎ আড়ত পাইকারি কাঁচাবাজারে হওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪০ টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর থেকে পূর্ব রুপসার পাইকারি সবজি ও ফল মার্কেটে বেচাকেনা শুরু হয়। সকাল সাড়ে ১১ টায় হঠাৎ একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। সবজি ও ফলের কার্টুন এবং বস্তার কারণে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পায়। এতে পুড়ে যায় দোকানগুলোতে রাখা সবজি, ফল ও অন্যান্য আসবাবপত্র।

স্থানীয় ও ব্যবসায়ীদের সাথে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘন্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগীরা জানান, আগুনে কমপক্ষে ৪০টি ঘর ও সেখানে থাকা সব মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।ক্ষতি হয়েছে আনুমানিক প্রায় ৪ কোটি টাকার। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply