পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সুষ্ঠু উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের জন্য হালনাগাদ তথ্য অত্যন্ত জরুরি। সঠিক তথ্য না থাকলে তৃণমূল মানুষদের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেয়া কঠিন।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কার্যালয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন।
তথ্য-উপাত্ত প্রাপ্তি সহজ হলে ভালো উদ্যোগ গ্রহণ করা সহজ হবে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, পুরনো তথ্য দ্রুত হালনাগাদ করা প্রয়োজন। তথ্য-উপাত্ত পাওয়ার ক্ষেত্রে কিছুটা গতি আসলেও প্রযুক্তি সুবিধা কাজে লাগিয়ে তা আরো যুগোপযোগী করতে হবে। কোভিড পরিস্থিতির জন্য আদমশুমারি কার্যক্রম কিছুটা পিছিয়ে গেছে বলে জানান তিনি।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আগামী দু’য়েক মাসের মধ্যে এই কার্যক্রম শুরু করা হবে। এই কাজে স্বচ্ছতার পাশাপাশি সঠিক তথ্য সন্নিবেশ করার পরামর্শ দেন তিনি।
/এমএন
Leave a reply