মৌলভীবাজারে সিআইডির ভুয়া কর্মকর্তা গ্রেফতার

|

ছবি: সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগরে সিআইডির কর্মকর্তা পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। শোভন মাহমুদ নামে ভুয়া এই সিআইডি কর্মকর্তা মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার সময় স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ জানায়, রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকালে রাজনগর থানার টেংরা বাজারের সর্দার শাহ ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি হচ্ছে বলে ভয় দেখিয়ে ৮ হাজার টাকা দাবি করে এই প্রতারক। এ সময় সে নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেয়। স্থানীয়দের সন্দেহ হলে তারা রাজনগর থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে এই প্রতারককে গ্রেফতার করে।

রাজনগর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারকের নাম শোভন মাহমুদ। সে রংপুর জেলার কাউনিয়া থানার আব্দুল আউয়ালের ছেলে। তার বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বড়লেখা থানাসহ বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে জেলেদের জালে উঠলো বিরল প্রজাতির মাছ
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply