নৌপরিবহন অধিদফতরের জাল সনদ বিক্রি, গ্রেফতার ৫

|

নৌপরিবহন অধিদফতরের জাল সনদ তৈরি ও ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে বিদেশি জাহাজে চাকরির নামে প্রতারণার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে সিআইডি। রাজধানীর উত্তরখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান জানান, অভিযুক্তরা ওরিয়েন্টাল গ্লোবাল ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যাকাডেমিতে কর্মরত।

আটককৃতদের কাছ থেকে ১২০টি সনদ জব্দ করা হয়েছে। চক্রের সদস্যরা প্রতিটি সনদের জন্য প্রকারভেদে পাঁচ থেকে সাত লাখ করে টাকা নিতো। এই জাল সনদ নিয়ে অনেকে বিভিন্ন মার্চেন্ট জাহাজে চাকরি নেয়ায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করে সিআইডি।

এ চক্রের সাথে নৌপরিবহন অধিদফতরের কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply