রাশিয়ান সরবরাহ কমে যাওয়ায় ইউরোপে তেল-গ্যাসের দাম বৃদ্ধি

|

ছবি: সংগৃহীত।

রাশিয়া থেকে সরবরাহ কমে যাওয়ায় ইউরোপে বেড়েছে প্রাকৃতিক গ্যাসের দাম। অঞ্চলটিতে প্রথমবারের মতো প্রাকৃতিক গ্যাসের দাম প্রতি ১ হাজার ঘনমিটারে ২ হাজার ২০০ ডলারের ওপরে উঠেছে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।

দাম বেড়েছে অপরিশোধিত তেলেরও। গত আট বছরে প্রথমবারের মতো প্রতি ব্যারেলের দাম পৌঁছেছে ১১৩ ডলারে। গত ডিসেম্বরেও যা ছিল ব্যারেলপ্রতি ৬৫ ডলার করে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাতের কারণেই এমন মূল্যবৃদ্ধি বলে জানিয়েছে রাশিয়ান বার্তা সংস্থা তাস।

এদিকে সিএনএনের খবরে বলা হয়েছে, মঙ্গলবারের তুলনায় বুধবার (২ মার্চ) প্রাকৃতিক গ্যাসের দাম ৬০ শতাংশ বেড়েছে। শুক্রবারের তুলনায় যা প্রায় দ্বিগুণ। যদিও দাম স্থিতিশীল রাখতে নেয়া হচ্ছে নানমুখী পদক্ষেপ। এরই মধ্যে যুক্তরাষ্ট্রসহ আরও ৩০টি দেশের সংগঠন ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাজেন্সি তাদের জরুরি মজুত থেকে ৬০ মিলিয়ন ব্যারেল তেল ছেড়েছে। এতেও লাভ হয়নি খুব একটা।

আরও পড়ুন: ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে চরম মূল্য দিতে হবে, বাইডেনের হুমকি

মূলত, রাশিয়ান তেল ও গ্যাস আমদানিতে ইউরোপীয় কড়াকড়ির কারণেই দাম বৃদ্ধি পেয়েছে বলে মত বিশ্লেষকদের। মঙ্গলবারই ইউরোপীয় ইউনিয়ন তাদের বন্দরে রাশিয়ান জাহাজ ভেড়ার ব্যাপারে কড়াকড়ির সিদ্ধান্ত নিয়েছে। যদিও এখনও নিষেধাজ্ঞা দেয়নি জোটটি। খবর রয়টার্সের।

উল্লেখ্য, সপ্তম দিনের মতো চলছে রুশ-ইউক্রেন সংঘাত। গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। সংঘাতের পঞ্চম দিন সোমবার বেলারুশে দুই পক্ষ শান্তি আলোচনায় বসে। তবে কোনো সমাধান ছাড়াই শেষ হয় প্রথম এ বৈঠক।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply