ইউক্রেনে রুশ আগ্রাসনের সপ্তম দিন পার হয়েছে। দেশটির বিভিন্ন জায়গায় চলছে রুশ হামলা। কয়েকটি শহর দখল করার দাবিও করেছে রাশিয়া। রুশ হামলার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামজিক যোগাযোগমাধ্যমেও। এবার এক ইউক্রেনীয়র দারুণ সাহসিকতার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
ভিডিওতে দেখা যায়, রাস্তায় পড়ে থাকা একটি ল্যান্ডমাইন কোনো সুরক্ষা না নিয়েই সরিয়ে পাশের জঙ্গলে রাখছেন মধ্যবয়স্ক এক ব্যক্তি। তার পরনে ছিল কালো জ্যাকেট ও জিনস। মুখে জ্বলছে সিগারেট। ৩৮ সেকেন্ডের সেই ভিডিওটি গা শিউরে ওঠার মতোই।
A Ukrainian in Berdyansk spotted a mine on the road and didn't wait around for a bomb disposal unit – at great risk to life and limb, he removed the mine, clearing the way for the Ukrainian military. pic.twitter.com/iC9ZTrixlC
— The New Voice of Ukraine (@NewVoiceUkraine) February 27, 2022
নিজের জীবন বাজি রেখে যেভাবে তিনি মাইন সরালেন তাতে তার সাহসিকতার প্রশংসা নিয়ে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি শেয়ার হয়েছে বিভিন্ন জায়গায়। ভয়েস অব ইউক্রেন নামে একটি টুইটার পেজ থেকে ভিডিওটি শেয়ার দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, ইউক্রেনের সেনারা যাতে স্বাচ্ছন্দে শত্রুপক্ষের সাথে লড়াইয়ে যেতে পারে তার জন্য নিজের জীবন বাজি রেখে রাস্তা পরিষ্কার করছেন ওই ব্যক্তি।
আরও পড়ুন: ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নিহত ১
এর আগে এক ইউক্রেনীয় কৃষক একটি সামরিক ট্যাঙ্ককে ট্র্যাক্টরের সঙ্গে বেঁধে টেনে নিয়ে যাচ্ছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওটি শেয়ার করেছেন ব্রিটেনের রাজনীতিক জনি মার্সার।
No expert, but the invasion doesn’t seem to be going particularly well.
Ukrainian tractor steals Russian APC today 👇 pic.twitter.com/exutLiJc5v
— Rt Hon Johnny Mercer (@JohnnyMercerUK) February 27, 2022
উল্লেখ্য, সপ্তম দিনের মতো চলছে রুশ-ইউক্রেন সংঘাত। গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। সংঘাতের পঞ্চম দিন সোমবার বেলারুশে দুই পক্ষ শান্তি আলোচনায় বসে। তবে কোনো সমাধান ছাড়াই শেষ হয় প্রথম এ বৈঠক।
জেডআই/
Leave a reply