টাঙ্গাইলে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ১

|

ট্রেনেই আহত যুবককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত ট্রেনে দুর্বৃত্তের পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আসাদুজ্জামান নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি পেশায় তেজগাঁ কলেজের প্রভাষক এবং তার গ্রামের বাড়ি সরিষাবাড়ি।

বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা পৌনে একটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন এলকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আহত আসাদুজ্জামানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল স্টেশনের মাস্টার সোহেল মিয়া বলেন, ঘটনাটি শুনেছি। আহত ব্যক্তি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এছাড়া একই সময়ে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনেও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনাতেও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে ট্রেন যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply