পাওয়ার প্লেতে ব্যাটারের সাথে চ্যালেঞ্জ নিয়ে নিই যে, যত কম রান দেয়া যায় সেদিকেই খেয়াল রাখা। দলকে ভালো একটি সূচনা এনে দেয়াই থাকে আমার লক্ষ্য। এমনটা বলেছেন আফগানিস্তানের বিপক্ষে দারুণ বল করে ম্যাচ সেরার পুরস্কার জেতা টাইগার স্পিনার নাসুম আহমেদ।
নতুন বল হাতে নিয়ে এমন সাফল্যের উৎস প্রসঙ্গে নাসুম আহমেদ জানান, তিনি পরিকল্পনা সফলভাবে সম্পন্ন করেছেন। তিনি বলেন, পাওয়ার প্লের প্রথম দুই ওভারে ১২ রানের বেশি না দেয়ার টার্গেট দেয়া হয়েছিল আমাকে। তবে ৪ ওভারে ১০ রানে ৪ উইকেট পাওয়ায় আমি খুশি। আজই প্রথম একটি পরিকল্পনা দেয়া হয়েছিল, আর সেটা কাজে লাগাতে পেরে ভালো লাগছে।
বাংলাদেশের করা ১৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই নাসুম আহমেদের স্পিন ঘূর্ণিতে বিপাকে পড়ে আফগানিস্তান। ৪.৩ ওভারের মধ্যেই আফগান টপ অর্ডারের ৪ ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠান এই বাঁহাতি অর্থোডক্স স্পিনার। দুর্দান্ত স্পেল শেষে নাসুমের বোলিং ফিগারটাও হয়েছিল দেখার মতো, ৪-০-১০-৪!
আরও পড়ুন: নিঃসন্দেহে ম্যাচ জেতানো বোলিং করেছে নাসুম: মাহমুদউল্লাহ
Leave a reply