এক কোটি সাবস্ক্রাইবারের অনন্য গৌরব অর্জন করলো দেশের শীর্ষ সংবাদমাধ্যম যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেল। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৩১ মিনিটে এই মাইলফলক স্পর্শ করে যমুনা টেলিভিশনের মূল ইউটিউব চ্যানেলটি। এই অগ্রযাত্রায় চ্যানেলটি প্রায় সাড়ে ৭শ’ কোটিবার ভিউ হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে বিরল। দ্রুততা ও সময়ের বিচারে এই অর্জন একটি রেকর্ড।
২০১৭ সালের ১১ ডিসেম্বর যাত্রা শুরু করে যমুনা টিভি (Jamuna TV) নামের ইউটিউব চ্যানেলটি। বস্তুনিষ্ঠ ও বৈচিত্র্যময় কন্টেন্টের মাধ্যমে দ্রুততম সময়েই দর্শকপ্রিয়তা অজন করে চ্যানেলটি। ৮ মাসেরও কম সময়ে ২০১৮ সালের ৩ আগস্ট স্পর্শ করে ১ লাখের মাইলফলক। পরের বছরই (২০১৯ সালের ৩০ মে) সেটি দশগুণ বৃদ্ধি পায়, ১০ লাখের অভিজাত ক্লাবে প্রবেশ করে যমুনা টেলিভিশন। ২০২০ সালের ১৫ জুলাই ৫০ লাখ সাবস্ক্রাইবের গৌরব অর্জন করে টিম যমুনা। এবার আরও বড় অর্জন- স্বপ্নের ১ কোটি সাবস্ক্রাইবার!
এমন অর্জনের প্রতিক্রিয়ায় যমুনার দর্শক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ। তিনি বলেন, আমরা মানুষের তথ্যের চাহিদা মেটানোর পাশাপাশি বৈচিত্র্যের বিষয়টিতেও গুরুত্ব দিয়ে থাকি। বস্তুনিষ্ঠতা টিম যমুনার সর্বোচ্চ অগ্রাধিকার। সেই অঙ্গীকার নিয়েই মানুষের কাছে সর্বশেষ তথ্যটি সবার আগে পৌঁছে দেয় যমুনা টেলিভিশন। কোটি মানুষের এ ভালোবাসা আমাদের সার্থকতার প্রতিচ্ছবি ও পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে। আমাদের কৃতজ্ঞতা কোটি বাঙালির কাছে।
Leave a reply