ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবে ভোট না দিয়ে সরকার নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৪ মার্চ) দুপুরে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকিতে ফেলছে।
মির্জা ফখরুল বলেন, সরকার ক্ষমতা কুক্ষিগত রাখতে দেশবাসীর জনমতের বিপক্ষে অবস্থান নিয়ে জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোটদানে বিরত থেকেছ। যা দেশের গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। ইউক্রেনের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধ তার স্বাধীনতা সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
ইউএইচ/
Leave a reply