লিগ শিরোপা থেকে আরো ৭ পয়েন্ট দূরে দাঁড়িয়ে বার্সেলোনা। সেল্টা ভিগোর সাথে প্রতিপক্ষের মাঠে দু’বার এগিয়ে গিয়েও অবশ্য ২-২ গোলে ড্র করেছে কাতালানরা।
শুরুর একাদশে মেসি-সুয়ারেজ না থাকায় ম্যাচে শুরু থেকেই একাধিক আক্রমন চালায় স্বাগতিক সেল্টা ভিগো। তবে কাতালান গোলরক্ষক আর গোলবারের কারণে বারবার রক্ষা পায় বার্সেলোনার জাল।
ম্যাচের ৩৬ মিনিটে অবশ্য ডেম্বেলের গোলে এগিয়ে যায় সফরকারীরা। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দলকে সমতায় ফেরান জনি কাস্ট্রো। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি।
৪ মিনিটের মাথায় পাকো আলকাসের গোলে আবারো লিড নেয় বার্সা। ৭১ মিনিটে সার্জেই রবের্তো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় কাতালানরা। এই সুযোগে ৮২ মিনিটে দলকে হারের হাত থেকে রক্ষা করেন ইয়াগো আসপাস।
এই ড্রয়ের ফলে ৩৩ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট এখন শীর্ষে থাকা বার্সার, আর ৪৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে সেল্টা ভিগো।
Leave a reply