মাইক গ্যাটিংকে আউট করা ওয়ার্নের সেই বলটিকে বলা হয় বল অফ দ্য সেঞ্চুরি। শুধু ১০০ বছর নয়, আগামী১ ১০০০ বছরে এমন বল আর দ্বিতীয়বার দেখার সম্ভাবনাও খুবই কম। খেলোয়াড়ি জীবনে লেগ স্পিন জাদুর সম্মোহনীতে অনেক যুদ্ধ জয় করা ওয়ার্ন এবার পরাজিত জীবন নামক যুদ্ধের কাছে। ৫২ বছর বয়সে পরপারে আকস্মিক পরপারে পাড়ি জমালেন এ অস্ট্রেলিয়ান কিংবদন্তী।
মৃত্যুর ১২ ঘণ্টা আগেও অন্য একজনের মৃত্যুর খবরের শিরোনামে ছিলেন ওয়ার্ন। প্রয়াত অস্ট্রেলিয়ান উইকেট কিপার রডনি মার্শের মৃত্যুতে টুইটারে শোক জানিয়েছিলেন ওয়ার্ন , তখন কে-ই বা জানতো যে কয়েক ঘণ্টা মধ্যে রডনি মার্শকেই অনুসরণ করবেন তিনিও?
টেস্ট ক্রিকেটে ৭০৮ এবং ওয়ানডে ক্রিকেটে ২৯৩ উইকেট নেয়া শেন ওয়ার্নের শুরুটা ১৯৯২ সালে। লেগ স্পিনের মত কঠিনেরে আপন করে ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খেতাব পেয়েছেন কিং অফ স্পিনের। খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে ধারাভাষ্য এবং ক্রিকেট বিশ্লেষণেও সুনাম কুড়িয়েছেন ঠোঁটকাটা শেন ওয়ার্ন।
স্বাভাবিকভাবেই ওয়ার্নের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট অঙ্গনে, ১ মিনিট নীরবতা পালন করা হয়েছে চলমান উইন্ডিজ-ইংল্যান্ড অ্যান্টিগা টেস্টে। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় স্তব্ধ হয়ে গেছেন সাবেক ও তারকা ক্রিকেটাররা।
শেন ওয়ার্নের টুইটার অ্যাকাউন্টের বায়োতে বলা আছে, পোকার খেলতে পছন্দ করতেন তিনি । এবার পোকার টেবিলে নয়, আচমকা ক্রিকেট বিশ্বকে ব্লাফ করে বিদায় নিলেন শেন ওয়ার্ন । বিদায় কিংবদন্তী, বিদায় কিং অফ স্পিন।
/এসএইচ
Leave a reply