নতুন ইসির কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রত্যাশা করে যুক্তরাজ্য

|

রবার্ট ডিকসন।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ধরে রাখতে হলে সুশাসন ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে। যমুনা নিউজকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, নতুন নির্বাচন কমিশনের (ইসি) কাছে যুক্তরাজ্যের প্রত্যাশা অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা।

নানা প্রতিকূলতায়ও বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বিস্মিত পুরো বিশ্ব। যুক্তরাজ্যও তার ব্যাক্তিক্রম নয়। তবে এই সক্ষমতা ধরে রাখতে হলে গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার ও সুশাসন নিশ্চিতে জোর দিতে হবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ হাইকমিশনার।

রবার্ট ডিকসন মনে করেন, মধ্য আয়ের দেশে তালিকাভুক্ত হলে গণতন্ত্র বজায় রাখতে প্রাতিষ্ঠানিক চর্চা জরুরি।

নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে এ কূটনীতিক বলেন, কমিশন নিয়ে অভ্যন্তরীন রাজনীতিতে দ্বিমত থাকতেই পারে। কমিশন নিশ্চয়ই সুষ্ঠু ও অবাধ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে সচেষ্ট হবে।
টেকসই সুশাসন ব্যবস্থা নিশ্চিতে নির্বাচন কমিশনের গুরুত্ব অনেক বলেও মন্তব্য করেন রবার্ট ডিকসন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply