পাকিস্তানে মসজিদে হামলার দায় স্বীকার করলো আইএস

|

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পেশোয়ারের একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। আর আহত অন্তত ১৯৪ জন। এই হামলার দায় স্বীকার করেছে আইএস। শুক্রবার (৩ মার্চ) মসজিদটিতে জুমার নামাজ চলাকালীন এ বোমা বিস্ফোরণ হয় বলে জানিয়েছে পেশোয়ার পুলিশ। খবর দ্য ডনের।

শনিবার (৪ মার্চ) এক বিবৃতিতে খাইবার পাখতুনখাওয়া পুলিশের মহাপরিদর্শক মোয়াজ্জামজাহ আনসারি বলেন, জুমার নামাজের আগে মসজিদের নিরাপত্তার জন্য দুজন পুলিশ সদস্যকে সেখানে মোতায়েন করা হয়েছিল। নামাজের সময় দু’জন বন্দুকধারী উপস্থিত হয়ে প্রথমে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় একজন পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন আর অপরজন গুরুতর আহত হন।  

তিনি আরও বলেন, হামলাকারীরা ৫-৬ কেজি বিস্ফোরকের মাধ্যমে এ হামলা চালিয়েছে। হামলার ব্যাপারে আগে কোনো তথ্য পাওয়া যায়নি, এটি একটি আত্মঘাতী হামলা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি উভয়েই নিজ নিজ বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা, নিহতদের জন্য শোক, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের আরোগ্য কামনা করেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply