রূপগঞ্জে গার্মেন্টস শিল্প কারখানায় আগুন

|

প্রতীকী ছবি।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রফতানিমুখী পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। তবে এ পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (৫ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে রুপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, গার্মেন্টসটির তিনতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। রূপগঞ্জের খাদুন এলাকায় অবস্থিত সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড কারখানায় প্রায় দুই হাজার শ্রমিক কাজ করেন। রাত সাড়ে নয়টার দিকে কারখানার নিটিংস সেকশনে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় কর্মরত শ্রমিকরা আগুন দেখে আতঙ্কিত হয়ে দ্রুত বেরিয়ে যান।

শ্রমিকরা আগুন দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে নেভানোর চেষ্টা চালায়। কিন্তু আগুনের লেলিহান শিখা বাড়তেই থাকে এবং পুরো পোশাক কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, নারায়ণগঞ্জ হাজিগঞ্জসহ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। তবে তদন্ত করে জানানো হবে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply